ডায়মন্ড সিমেন্ট ম্যাজিক ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
শাহরাস্তি প্রতিনিধি ॥ গত শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনী জেলর ফুলগাজী উপজেলার জিএম হাট হাইস্কুল মাঠে ডায়মন্ড সিমেন্ট ম্যাজিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ড্রিম-পয়েন্ট ফেনী ও ধুমকেতু জিএম হাট প্রতিদ্বন্ধীতা করে। ১০ ওভারের এই ম্যাজিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফেনী ড্রিম-পয়েন্ট একাদশ ধুমকেতু জিএম হাট একাদশকে ১৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লি: ফেনী অঞ্চলের ম্যানেজার মো: মকবুল হোসাইন, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাইন উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জিএম হাট ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম (বাচ্চু)। খেলা পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় ও ফারহান ট্রেডার্সের স্বত্বাধীকারী জনাব ফরিদ আহমদ ভূইয়ার সার্বিক তত্বাবধায়নে উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজারো ক্রীড়ামোদী দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করে।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ২০১৫ইং তারিখে ঝাকজমকপূর্ণভাবে জিএম হাট হাইস্কুল মাঠে শুভ উদ্ভোধন হয় ডায়মন্ড এক্সট্রিম পাওয়াফুল গ্লোবাল সিমেন্ট ম্যাজিক ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৫।
Post A Comment:
0 comments: