শাহ্‌রাস্তি উপজেলার পটভূমি

উপজেলা পটভূমি
          শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান তৎকালীন আই,জি জনাব মোঃ হোসাইন আহাম্মদ ও তৎকালীন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ডঃ ছাত্তার সাহেবের প্রচেষ্টায় ১৯৮৩ সালে হাজীগঞ্জ থানা/উপজেলা পূর্ব অংশের ০৯ টি ইউনিয়ন নিয়ে অত্র থানা/উপজেলা সৃষ্টি হয়। বাংলাদেশে আগত ৩৬০ জন আওলিয়ার মধ্যে উক্ত থানায় হযরত শাহরাস্তি (রাঃ) এর মাজার অবস্থিত। অত্র থানার জনগণের সমর্থনে হযরত শাহরাস্তি (রঃ) হুজুরের নামানুসারে শাহরাস্তি উপজেলার নামকরণ করা হয়।

ভৌগলিক অবস্থানঃ
পূর্ব      ̶  কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা।
পশ্চিম   ̶  হাজীগঞ্জ উপজেলা।
উত্তর    ̶  চাঁদপুর জেলার কচুয়া ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলা।
দক্ষিণ   ̶  নোয়াখালী ও লক্ষীপুর জেলার চাটখিল ও রামগঞ্জ উপজেলা এবং দক্ষিণ পূর্বকোন বেগমগঞ্জ উপজেলা অবস্থিত।
  শাহরাস্তি উপজেলার অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে।

STC_Azad

Stc_Azad

Simple Blogger On Blogspot.

Post A Comment:

0 comments: