কাল রাত প্রায় ১২:৪০ মিনিটে নুনিয়া মধ্য পাড়া মোস্তফার চায়ের দোকানে
আগুন লাগে।
প্রায় আগুনে সব কিছু পুড়ে যায়।
এই ঘটনা পরির্দশন করতে যান চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জনাব
জোবায়েদ কবির বাহাদুর।
তিনি বলেন এই ঘটনা যদি কেউ করে থাকেন তা হলো তাদের প্রতি আইনগত
বেবস্থা নেওয়া হবে।
এবং দোকানদার মোস্তফাকে শান্তনা দেন। তিনি বলেন দোকানের
সব ধরনের ক্ষয়ক্ষতি পরিমান কত হয়েছে সব তিনি দেবেন।
Post A Comment:
0 comments: