April 2016


কাল রাত প্রায় ১২:৪০ মিনিটে নুনিয়া মধ্য পাড়া মোস্তফার চায়ের দোকানে 

আগুন লাগে।


প্রায় আগুনে সব কিছু পুড়ে যায়।


এই ঘটনা পরির্দশন করতে যান চিতোষী পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জনাব 

জোবায়েদ কবির বাহাদুর।


তিনি বলেন এই ঘটনা যদি কেউ করে থাকেন তা হলো তাদের প্রতি আইনগত 

বেবস্থা নেওয়া হবে।


এবং দোকানদার মোস্তফাকে শান্তনা দেন। তিনি বলেন দোকানের 

সব রনের ক্ষয়ক্ষতি পরিমান কত হয়েছে সব তিনি দেবেন।






আমি শূন্য থেকে শুরু করেছি, কিন্তু শূন্য করে রেখে যাই নাই
– বিদায়ী মেয়র মোঃ মোস্তফা কামাল
শাহরাস্তি পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে
আমার শতভাগ চেষ্টা থাকবে
– নব নির্বাচিত মেয়র হাজী আবদুল লতিফ।

মোঃ মাহবুব আলমঃ শাহরাস্তি পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজী আবদুল লতিফ দায়িত্ব ভার গ্রহণ করেছেন। গতকাল ২৮ মার্চ বিকাল ৩ টায় বিদায়ী মেয়র মোঃ মোস্তফা কামাল থেকে নব-নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষ্যে পৌর মিলনায়তনে নব-নির্বাচিত কাউন্সিলর, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায়ী মেয়র মোঃ মোস্তফা কামাল এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি দায়িত্ব গ্রহণের সময় শূন্য থেকে শুরু করেছি। বর্তমানে পৌরসভাকে শূন্য করে দিয়ে যাই নাই। আমি পৌরসভাটি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ করতে পেরেছি। এ জন্য সংসদ সদস্য মহোদয়ের আন্তরিক সহযোগিতা ছিল। বর্তমানে পৌরসভার রাজস্ব ১০ লক্ষ টাকা রয়েছে। পৌরসভার নিজস্ব আয় দিয়ে উন্নয়ন করতে হবে। পৌরসভাটি ভিএম.ডিএফ প্রকল্পের অন্তর্ভূক্ত হয়েছে।
তিনি বর্তমানে মেয়রের উদ্দেশ্যে বলেন, পৌরসভার রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নিবেন। কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তারপরও কাজ এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার জন্য ৫ কোটি টাকা অনুমোদন হয়েছে। পরিবেশের দরপত্র আহবানের অনুরোধ করছি। পৌরসভার মানুজের জন্য কাজ করবেন। উদ্যোগ থাকলে সরকার সহযোগিতা করবে।
তিনি সকলের উদ্দেশ্যে জানান, আপনাদের কাছে আমার ফিরে আসার সুযোগ নাই। আমার ইচ্ছে ছিল দুই মেয়াদে পৌর নির্বাচন করবো। তা আমি করে ফেলেছি। তিনি বলেন, কোন কর্মকর্তা-কর্মচারী যাতে হয়রানী না হয়। পৌরসভার ঠিকাদারগণ খুব আন্তরিক। তারা অনেক ত্যাগ স্বীকার করেছে।
সবসময় আমি সহযোগিতা পেয়েছি। আগামীতে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। নব-নির্বাচিত পৌর মেয়র হাজী আবদুল লতিফ বলেন, আমি মোঃ মোস্তফা কামালকে আদর করি। আমি সব সময় তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। দেশ যতদিন থাকবে। ততদিন উন্নয়ন হবে। আমি আশাবাদী মেজর (অবঃ) রফিকুল ইসলামের অবদানে আমাদের উন্নয়ন হবে। পৌরসভার উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মোস্তফা কামাল পৌরসভাকে একটা অবস্থানে এনেছে। আমরা আরও সামনে এগিয়ে নিব। আমার/আপনার টাকায় রাস্তাঘাট হচ্ছে, তা রক্ষা করতে হবে। আমরা প্রত্যেকটি মানুষকে সকল কাজে সচেতন করতে চাই। বাকী দিনগুলোতে সম্মানের সাথে কাজ করে বিদায় নিতে পারি, আমি সেই চেষ্টা করি। শাহরাস্তি পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে আমার শতভাগ চেষ্টা থাকবে।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ও নব-নির্বাচিত পৌর মেয়রদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান নবাগত ও বিদায়ী পৌর মেয়রদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব তোফায়েল আহমেদ শেখ, নব-নির্বাচিত কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, কাজী আঃ কুদ্দুছ রানা, মুকবুল আহাম্মদ, ছফি উল্লাহ মিয়াজী, বাহার উদ্দিন বাহার, মনির হোসেন, প্রহল্লাদ দে, বিকাশ মজুমদার, আবুল হোসেন, তুষার চৌধুরী রাসেল, নাজির আহমেদ, শাহাব উদ্দিন আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার, ছকিনা বেগম, রাবেয়া বেগম ও মমতাজ বেগম।
Our Shahrasti - আমাদের শাহরাস্তি :- গ্রুপের ৬০০০+ ও ব্লগের ১০০০+ ভিজিটর হওয়ায়,
আমাদের শাহরাস্তি পরিবারের পক্ষ থেকে
সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা.......
.........
শুভেচ্ছান্তে
......... 💝💝💝Admin Panel💝💝💝
....................... Our Shahrasti - আমাদের শাহরাস্তি ........................
💝💝 Azad Hossain💝💝Rajjo Hin Rajkumar II💝Stc Azad💝Our Shahrasti

💝💝
no image
ক) নাম –মেহের উত্তর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৬.২৯ (বর্গ কিঃ মিঃ) ১৫৬০ একর
গ) লোকসংখ্যা –১২৬৮১ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৩ টি।
ঙ) মৌজার সংখ্যা –১৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৮৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০২টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৩টি,     
    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
    মাদ্রাসা- ৭টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব সাইফুল ইসলাম রনি
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ০১/০১/১৯৬১ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৭/২০১১ইং
                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০১/০৭/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
             দেবীপুর           নায়নগর                তারাপুর
             কাঁকৈরতলা     দুর্গাপুর                 বানিয়াচোঁ
            খনেশ্বর            বরুলিয়া                পতিচোঁ
           নয়নপুর            শেক্কুনী                কদমতলী
                                   সোনাপুর            
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৩ জন।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র জনবল -
               ১) সাইফুল ইসলাম সিফাত (প্রধান উদ্যেক্তা)
              ২) হালিমাতুজ্জাহান রুমা      (সহ-উদ্যেক্তা)
             ৩) সিয়ামুল হাসান তামিম    ( কিশোর উদ্যেক্তা)
no image


দুধ আদর্শ খাবার। পরিবারের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই প্রতিদিন দুধ কিনছেন। কিন্তু কোন দিন কী ভেবে দেখেছেন অনেক ক্ষেত্রেই এসব দুধে কি থাকে? প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় বেরিয়ে এসেছে খোলা ও প্যাকেটজাত দুধে ফরমালিন, চিনি, নদীর পানি, হাইড্রোজেন পার অক্সাইডের ভয়াবহ এসব মাত্রা।

শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডারের সঙ্গে বিভিন্ন রাসয়নিক মিশিয়ে বানানো হচ্ছে তরল দুধ। ছানার পানিতে রাসায়নিক মিশিয়ে বানানো ভয়ঙ্কর ক্ষতিকর দুধ তৈরিও বন্ধ হয়নি। ভেজাল সনাক্তকারী যন্ত্র দিয়ে যাতে তা না ধরা যায় সে ব্যাবস্থাও করে নিয়েছে অসাধু ব্যাবসায়ীরা।

এ অপরাধের গোড়া কোথায়? অনুসন্ধানে বেরিয়ে আসে রাজধানীর মিডফোর্ড এলাকার রাসয়নিকের দোকান থেকেই এসব ক্ষতিকর সব কামিক্যেল নিয়েই ভেজাল দুধ বানানো হয়।

 কি করে বানানো হয় রাসায়নিক দুধ?
মাথার চুল পরিষ্কার করার শ্যাম্পুর সাথে খানিকটা পানি মিশিয়ে তৈরি করা হয় ফেনা। এরপর খানিকটা সয়াবিন, চিনিসহ আরও কিছু রাসায়নিকের সাথে একটু গুঁড়ো দুধ। তৈরি হয়ে গেল সাদা তরল। এটা জাদু মন্ত্রের কোন বিষয় না, একেবারেই বাস্তব। সাদা এই রাসায়সিক তরলকেই বাজারে বিক্রি করা হবে দুধ হিসাবে। এভাবে ২৫ গ্রাম দুধকে ১০ লিটার দুধ বানানো যায়।

ভেজাল দুধ বানানো এক শ্রমিক বলেন, ‘৫ থেকে ৬ বছর ধরে এইভাবে দুধ বানাইতেছি। এগুলো বিক্রি করার জন্য বিভিন্ন কাস্টমার আছে। তারা এখান এসে দুধ নিয়ে যায়। বাসা-বাড়িতে এসব দুধ বিক্রি করা হয়’।

এইসব ভেজাল দুধে একটু এলাচের রস মিশিয়ে দিলে ভেজাল শনাক্তকারী কোন মেশিনে এসব দুধ ভেজাল ধরতে পড়ে না। এই দুধ গরম করলে যাতে ফেনা হয় সেজন্য মেশানো হয় আরেক ধরনের রাসায়নিক দ্রব্য।

এই যখন অবস্থা তখন কি করবে ভোক্তারা? ঠিক-বেঠিকের পার্থক্য করে দেয়ার দায়িত্ব যাদের তারাই বা কি করছেন?
ভোক্তা অধিকার ফোরামের চেয়ারম্যান ধীরাজ কুমার নাথ বলেন, ‘সরকারের একটা অধিদপ্তর আছে যারা এই দোকান ও ছোট কারখানে অনুমোদন দিয়ে থাকে। তাদের অনুমতি না নিয়ে এগুলো কি করে শুরু হল। অবশ্যই এখানে সরকারের গাফিলতি আছে। এ সমস্ত লোকদের সাথে তাদের যোগাযোগ আছে’।

Tuno
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেফতার ও বিচারসহ সারাদেশে নারী ধর্ষণের বিচারের দাবিতে ২৫ এপ্রিল অর্ধদিবস হরতালের ডেকেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো।
এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৫ এপ্রিল সারা দেশে আধাবেলা হরতাল পালন করার কথা জানিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়ে এ ঘোষণা দেন প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের নেতা-কর্মীরা।
দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিলে দোয়েল চত্বরে পুলিশের বাধার সম্মুখীন হন।
এ সময় পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা চালান ছাত্রজোট ও ছাত্রঐক্যের নেতা-কর্মীরা। তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে এসআই সুমন ও এএসআই আতিউর আহত হন।
পরে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন। এরপর পুলিশের আরেকটি গ্রুপ হাইকোর্ট মোড়ে তাদের বাধা দেয়। এ সময় জলকামান, লাঠিসোঁটাসহ ‍পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাধা পেয়ে ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরত যান।
আহত দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা জোনের ডিসি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের নেতা-কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদের না যাওয়ার অনুরোধ জানাই। কিন্তু তারা আমাদের কথা না শুনে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। এক পর্যায়ে আমাদের দুই পুলিশ সদস্য আহত হন। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’