নদ-নদী

শাহরাস্তির উল্লেখযোগ্য নদী ডাকাতিয়া।শাহরাস্তি উপজেলা টি ডাকাতিয়া নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। ডাকাতিয়ার উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী এলাকায়।ডাকাতিয়ার  দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার. ১২২ মিটার। এটি ভারতের ত্রিপুরা থেকে উৎপত্তি হয়ে কুমিল্লার লাকসাম উপজেলা হয়ে শাহরাস্তির উপর দিয়ে চাঁদপুরে পদ্মা ও মেঘনার মোহনায় গিয়ে মিশেছে। এক সময় এ নদীই ছিল শাহরাস্তি উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে ডাকাতিয়া নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। । বর্তমানে এই ডাকাতিয়া নদীর পানি দ্বারা কৃষি কাজ করা হয়।  এই নদীতে অনেক মাছ পাওয়া যায়।
STC_Azad

Stc_Azad

Simple Blogger On Blogspot.

Post A Comment:

0 comments: