চাঁদপুর জেলাধীন শাহারাস্তিতে ভুয়া পরীক্ষা দেওয়ার অপরাধে আফলাতুন হোসেন (১৯) নামের এক যুবককে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার বানু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, গত সোমবার শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রী কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান ২য় পএ পরীক্ষা চলা কালীন সময় আফলাতুন তার বন্ধু সাইফুল ইসলামের হয়ে ভুয়া এইচ এস সি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়। তাকে ভুয়া পরিক্ষাথী সন্দেহ হলে হল পরিদর্শক প্রভাষক আবদুল কাদের সংশিস্ট কর্তৃপরে মাধ্যমে আটক করে থানায় পাঠিয়ে দেয়। চিতোষী ডিগ্রী কলেজের শিক্ষাথী সাইফুল ইসলামের রোল-নং৫৭০২৫৫,রেজি: ১০১১১৫৯৯৯৮।
Post A Comment:
0 comments: