এতদিন পর গত ১৪ জুলাই চাঁদুপর সড়ক ও জনপদ অধিদপ্তর সড়কটি মেরামতের কাজ করতে দেখা গেছে। চাঁদপুর থেকে আসা সড়ক ও জনপদ অধিদপ্তরের একটি ট্রাক দোয়াভাঙ্গা, উপলতা  ও ঠাকুর বাজার এলাকায় মেরামত কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে।
এব্যাপারে কর্তব্যরত শ্রমিকদের জিজ্ঞাসা করলে তারা কোনো সুদত্তর দিতে পারেনি। তবে ঠাকুর বাজার পর্যন্ত ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করলেও আজ পর্যন্ত বাকী অংশ সড়কের মেরামত কাজ করতে দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৃষ্টি কমলে বাকি অংশের কাজ করা হবে।
STC_Azad

Stc_Azad

Simple Blogger On Blogspot.

Post A Comment:

0 comments: