টামটা উত্তর ইউনিয়নের ইতিহাস সম্পর্কে বলতে গেলে প্রায় ৪০ বছর আগে ১০ নং টামটা ইউনিয়ন পরিষদ শাহরাস্তি উপজেলার মধ্যে বৃহত্তম ইউনিয়ন গুলোর মধ্যে অন্যতম। প্রায় ৩২ টি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল ১০ নং টামটা ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ভবনটি উয়ারুক মৌজায় এর কার্যালয় স্থাপিত হয় প্রায় ৪ বছর হল বৃহত্তম ১০নং টামটা ইউনিয়ন পরিষদকে ভাগ করে বর্তমানে হয়েছে টামটা উত্তর ইউনিয়ন পরিষদ। বর্তমানে ২২টি গ্রাম নিয়ে গঠিত টামটা উত্তর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নটি শুরু থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান বৃন্দ ও জন প্রতিনিধিগণ অত্যান্ত দক্ষতার ও সুনামের সাথে পরিচালনা করে আসছে। বর্তমানে এই ইউনিয়নে লোক সংখ্যা অনলাইন জন্ম নিবন্ধন রিপোর্ট অনুযায়ী প্রায় ৩৪৭৫৮ জন। এই ইউনিয়নে একজন চেয়ারম্যান, সচিব ও জন প্রতিনিধিগণ দ্বারা পরিচালিত হয়ে আসছে শুরু থেকে। ১০ নং টামটা ইউনিয়ন কে ভাগ করে বর্তমানে এই ইউনিয়নের নাম করন করা হয়েছে টামটা উত্তর ইউনিয়ন পরিষদ।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: